Posts

Showing posts from March, 2022
Image
  এলার্জি (Allergy) ও আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসাঃ ----------------------------------------------------------- বিশ্বব্যাপী দেখা সবচেয়ে সাধারণ রোগ-অবস্থাগুলির একটি হল এলার্জি। ২০-তম শতকের শুরুতে এটি একটি বিরল রোগ বলে বিবেচিত হয়েছিল, সাম্প্রতিক কালে এলার্জি একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য-সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যে কোন দেশের ১০ থেকে ৪০% মানুষ এলার্জিজনিত সমস্যায় ভুগে। যাদের এলার্জি আছে, তাদের খুব সাবধানে থাকতে হয়। সামান্য এদিক–সেদিক হলেই শুরু হয়ে যায় চুলকানি, চোখ লাল, ত্বকে লালচে দানা ওঠা ইত্যাদি। এলার্জি আছে এমন অনেকেরই ঘর ঝাড়ামোছা করলেই ত্বকে চুলকানি শুরু হয়ে যায়। আবার কারও কারও ধুলাবালির সংস্পর্শে এলেই ঘুমের সমস্যা দেখা দেয়। কোনো কোনো ওষুধের এলার্জিতে তো জীবন–সংশয়ও দেখা দিতে পারে। ধুলাবালি ছাড়াও কোনো বস্তুর প্রতি অতি সংবেদনশীলতার কারণেও এলার্জি হতে পারে। যেমন ধাতব অলংকার, প্রসাধনসামগ্রী, কোনো রাসায়নিক, ডিটারজেন্ট, সাবান, পারফিউম, প্লাস্টিকের তৈরি গ্লাভস বা বস্তু, গাছ, ফুলের রেণু, ওষুধ, সিনথেটিক কাপড় ইত্যাদি। এ সমস্যা জন্মগত ও পারিবারিক কারণে হতে ...